আজ ২৯ মার্চ বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান এর নেতৃত্বে বিভিন্ন থানা নেতৃবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপ পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) জনাব মোহাম্মদ হারুন অর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।


উক্ত মতবিনিময় সভায় ঢাকার যাত্রাবাড়ী,ডেমরা ,ওয়ারী, গেন্ডারিয়াসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় শোহার্দপূর্ণ পরিবেশে মত বিনিময় করা হয় এবং মতবিনিময় শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুলের পক্ষ হতে ডিসিকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন মহানগরের মজলিসে সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমি মোঃ শাহজাহান খান, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমীর মোঃ আবুল হোসেন, গেন্ডারিয়া উত্তর থানা আমীর গোলাম আযম, থানা সেক্রেটারি হাসানুল ইসলাম, যাত্রাবাড়ী পূর্ব থানা সহকারী সেক্রেটারি এডভোকেট সাফিউল আলম।