বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপকার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।



বিশেষ অতিথি ছিলেন রমনা থানার সাবেক আমীর মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানার সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৩ শতাধিক পথচারীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।