আর্তমানবতার সেবার ব্রত নিয়ে আমরা এগিয়ে চলছি। দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য সদা প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।


আজ গভীর রাতে পল্টন শাহবাগ রমনা ও মতিঝিল এলাকার ফুটপাতে আশ্রয় নেওয়া কিছুটা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে লুঙ্গি পাঞ্জাবি সহ ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দেয়ার জন্য কিছু সামগ্রী বিতরণ।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ঢাকা -৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমদ খান, মহানগরীর মজলিসে শুরার সদস্য আব্দুস সাত্তার সুমন, রমনা থানা আমীর আতিকুর রহমান।