বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল উত্তর থানার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে থানা আমীর এস. এম শামছুল বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারী রবিউল ইসলামের পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবির সহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।