আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডেমরা পশ্চিম থানার উদ্যোগে যাকাত ভিত্তিক স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহ: সেক্রেটারি ও জামায়াত ঘোষিত ঢাকা-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা পশ্চিম থানার আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা পশ্চিম থানা সেক্রেটারি ও ৭০ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদ প্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জি. খন্দকার মুনীরুজ্জামান, আব্দুর রহিম, আরিফুর রহিমানসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।