বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার উদ্যোগে বুধবার (২৬ মার্চ) ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন এসব উপহার সামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। এসময় মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্যবৃন্দ ও সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে মতিঝিল পূর্ব থানার রুকন সদস্যদের আয়াত-হাদিস মুখস্তকরণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ী ১০জনকে পুরস্কার বিতরণ করেন জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন। পুরস্কার বিতরণ শেষে মতিঝিল পূর্ব থানা আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করে মহানগরী ও থানা নেতৃবৃন্দ।