বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে পল্টন কলেজ অডিটোরিয়ামে ঢাকা মহানগরী দক্ষিণের সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন।


পল্টন থানা সেক্রেটারী এডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারী মুস্তাফিজুর রহমান শাহীন, ঢাকা সিটি করপোরেশন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল খন্দকার আব্দুর রব। পল্টন থানার সমাজ সেবা সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেল, জামায়াত নেতা মোহাম্মদ আলী টিপু,নজরুল ইসলাম প্রমূখ।


পরে রমনা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের হলরুমে খতিব ও ইমামদের মাঝে ঈদ উপহার প্রদান করেন প্রধান অতিথি জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন। রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোশারফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।