সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ একুশে টিভি কার্যালয়ে যান। এসময় একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের হাতে জননেতা নূরুল ইসলাম বুলবুল ফুলের তোড়া ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।


পরে জামায়াত নেতৃবৃন্দ একুশে টিভির রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন। এসময় নেতৃবৃন্দ একুশে টিভি পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।


জননেতা নূরুল ইসলাম বুলবুল, একুশে টিভি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একুশে টিভি যেই ভূমিকা রেখেছে, আগামীতেও সকল অপশক্তির বিরুদ্ধে গণমানুষের কল্যাণে সেই ভূমিকা অব্যাহত রাখতে হবে। তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মূলধারার সাংবাদিকতা অব্যাহত রাখতে তিনি একুশে টিভি পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।