বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, “জামায়াতের নেতৃত্বে একটি বৈষম্যহীন, সোনার বাংলাদেশ গড়া এখন জন মানুষের প্রাণের দাবী। মানুষের মৌলিক অধিকার পূরণ করে সবার মুখে হাসি ফোটানোর পাশাপাশি ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী- কোনাপাড়া থানার উদ্যোগে অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও কোনাপাড়া থানা আমীর আকতারুজামান চয়নের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মীর আল আমিন, থানা যুব সম্পাদক হারুন রশিদ, থানা দাওয়াহ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, থানা বায়তুল মাল সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, থানা প্রচার সম্পাদক খন্দকার সামদানী পলাশ, থানা শূরা সদস্য মাস্টার নাসির উদ্দিন, ওয়ার্ড সভাপতি মনজিল মাহমুদ, ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইমামুল হক, হাফেজ ফরহাদ, হাফেজ আল আমিন, মাসুম বিল্লাহ, উজ্জ্বল হোসেন, রওশন আলী প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, “আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামায়াত একটি গণমুখী, ন্যায়নিষ্ঠ ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। দুনিয়াবী কোন স্বার্থের জন্য নয় বরং মানবতার কল্যাণ ও মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সুধীজনদের সহযোগিতা এবং আমাদের জনশক্তির নিজস্ব টাকা দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের যে কোন প্রয়োজনে আমরা সব সময় তাদের পাশে দাঁড়িয়েছি। দেশকে দুর্নীতি, ক্ষুধা, অপশাসন, দারিদ্র মুক্ত করতে এবং ইনসাফভিত্তিক সমাজ কায়েম নিশ্চিত করার লক্ষ্যে জামায়াতের পক্ষে রায় দেওয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।”