বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৮ম দিনে ডেমরা মধ্য থানার উদ্যোগে দাওয়াতী গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে রসূলনগর ক্যানেলপাড় মসজিদ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু হয়।



এসময় ডেমরা জোনের সহকারি পরিচালক ও থানা আমীর (৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী) মোহাম্মদ আলী, থানা সেক্রেটারি হাসান মুহাম্মদ শিবলী, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনামুল হক, মোস্তফা কামাল, মোস্তফা মাহমুদ আরিফ, মো. শরীফ হোসেন, মো. ওমর ফারুক, থানা শূরা সদস্য মাওলানা এ কে এম ফরহাদ, ওয়ার্ড সভাপতি মো৷ রফিকুল ইসলাম মুন্সী সহ বিপুলসংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণের মাঝে দাওয়াতী উপকরণ বিতরণ করার পাশাপাশি ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান।