বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, “সমাজ থেকে দুর্নীতি ও অপশাসন রোধ করে সৎ নেতৃত্বের অভাব পূরণে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী চায়—জনগণ সামাজিক মর্যাদা নিয়ে সমাজে চলাফেরা করুক, যুবকেরা মাদকের নেশা থেকে বেরিয়ে মসজিদমুখী হোক, নারীরা নির্বিঘ্নে সমাজে চলাফেরা করতে পারুক।”

বিগত ফ্যাসিবাদী হাসিনা শাসনের উদাহরণ টেনে তিনি বলেন, “শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে জামায়াত নেতৃবৃন্দের ওপর জুলুম করা হয়েছে, এমনকি ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই রাজনৈতিক নিপীড়নের অবসান চায়।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে সমাজের মানুষকে সৎ ও খোদাভীরু নেতৃত্ব উপহার দেবে।”

আজ রাজধানীর কাঠালপট্টিতে অবস্থিত ইউনিক রেস্টুরেন্টে ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সূত্রাপুর থানা আমীর দাইয়ান সালেহিন এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি সালেহ আল ইমতিয়াজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সূত্রাপুর থানার সাবেক আমীর মাওলানা নেছার উদ্দিন, ৪৩ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এস.এম. লুৎফর রহমান, থানার কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুজ্জামান, আবুল কালাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সূত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ির বাড়িওয়ালা, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।