বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৮ম দিনে রমনা থানার উদ্যাগে মগবাজার এলাকায় দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) পরিচালিত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের গণমানুষের নেতা, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক রমনা থানার সাবেক আমীর আবদুস সাত্তার সুমন।


এসময় রমনা থানা আমীর মো. আতিকুর রহমান, থানা সেক্রেটারী আবদুল্লাহ আল ফারুক, থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দিন, থানা বায়তুলমাল সম্পাদক আকবর হোসেন, থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে নাছির উদ্দীন, আহমেদ আলী সরকার, নজরুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।


প্রধান অতিথি এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, মগবাজার এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও জনসাধারনের মাঝে সহযোগী সদস্য ফরম ও দাওয়াতী উপকরণ বিতরণ করেন। এসময় প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন, উপস্থিত জনসাধারণের সামনে ইসলামী সমাজ ব্যবস্থার সুফল তুলে ধরে ইসলামী সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।