পল্টন থানার উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে ওমর ফারুক, মোহাম্মদ আল আমিন রাসেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমিনবাগ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, শান্তিনগর বাজার ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, শান্তিনগর পূর্ব ওয়ার্ড সভাপতি আবুল হাশেম লিটন, সেক্রেটারি আব্দুল কাদের রিয়াদসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শান্তিনগর এলাকার ব্যবসায়ী, পথচারী, রিকশা-ভ্যান চালক ও জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতি উপকরণ বিতরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ। সমাজ থেকে যাবতীয় অপকর্ম দূর করতে ইসলামী সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে নেতৃবৃন্দ ইসলামের পক্ষে সমর্থন চেয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান।