আজ (৪ জানুয়ারি ২০২৫) শনিবার বিকেলে রাজধানী ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়। ‘নতুন ইসলামী সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ঢাকা ইরান দূতাবাস।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ।
আহলুল বায়ত (আঃ) বিশ্ব সমাবেশের মহাসচিব আয়াতুল্লাহ রেজা রমযানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জনাব মনসুর চাভোষী, জনাব আব্দুস সালাম খান, মহা পরিচালক ( সিনিয়র জেলা ও সেশন জজ), বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, প্রফেসর ড. এ এন এম মেশ্কুত উদ্দিন, ভাইস চ্যান্সেলর, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা এবং প্রফেসর ড. সৈয়দ মাহদী মৌসাভি, ফ্যাকাল্টি মেম্বার, ইউনিভার্সিটি অফ রিলিগন্স এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেনমিনেশন, কুম, ইরান। সেমিনারে সভাপতিত্ব করবেন সাইয়েদ রেজা মিরমোহাম্মদী, কালচারাল কাউন্সেলর, ইরানে আই.আর. এম্বাসি, ঢাকা।