বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজির বিপরীতে নৈতিকতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সততা, নৈতিকতা, যোগ্যতা ও দেশপ্রেমের প্রশ্নে আপোষহীন সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাপাড়া থানার ৬৪ দক্ষিণ ওয়ার্ডের উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৬৪ দক্ষিণ ওয়ার্ড সভাপতি ও থানা বায়তুল মাল সম্পাদক মাস্টার তারিকুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি হাফেজ ফরহাদ হোসেনের পরিচালনায় উক্ত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোনাপাড়া থানা আমীর আকতারুজামান চয়ন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, থানা সমাজ কল্যাণ সম্পাদক হারুন রশিদ। শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন থানা ওলামা সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “প্রতিটি মানুষের কাছে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শের আহবান পৌঁছিয়ে দিতে হবে। সমাজের সকল মানুষের নিকট দাওয়াত পৌঁছিয়ে দেয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের কাছে আমানত। সে লক্ষ্যে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কুরআনের বিধানের আলোকে নিজেকে তৈরী করে দেশ সমাজ ও জাতি গঠনে আমাদের নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। যুবক ভাইদের নিজেদেরকে মানসম্পন্ন নেতৃত্বে পরিণত করার মধ্য দিয়ে দুনিয়ার পরিবর্তন সাধন করার যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের যাবতীয় কর্মতৎপরতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”