বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডেমরা দক্ষিণ থানার উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বাড়িওয়ালাদের সম্মানে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমীর জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য ও ডেমরা জোনের ইনচার্জ অধ্যাপক মোকাররম হোসাইন খান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিসে শূরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানার আমীর, প্রশাসনিক ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মিসবাহ উদ্দিন হেলাল।


থানা সেক্রেটারি জনাব জসিম উদ্দিন সিকদারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মাওলানা আবু তালেব মিয়া, থানা কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা হোসাইন আহমেদ, জনাব মাওলানা মাহমুদুল হাসান, জনাব সেলিম হোসাইন, জনাব আনোয়ার হোসাইন, জনাব আব্দুল গাফফার, জনাব মুকতাছেদুল হক আরজু, জনাব মহসিন মিয়া, জনাব মোঃ আলী, জনাব ডা. আমিরুল ইসলামসহ সাংগঠনিক ওয়ার্ডসমূহের সকল দায়িত্বশীলগণ।