বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা-২০১৯ ও গণসংযোগ পক্ষ ২০১৯ এর পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা জনাব নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান, এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও বিভিন্ন থানার আমীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল (সাঃ) এর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ” কুরআনের এই বাণীকে অনুধাবন অনুকরণ করতেই শাখাসমুহে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজকে যার উপর আলোচনা হচ্ছে, তিনি সর্বকালের, সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব। তিনি মানবতার মূর্ত প্রতীক। আমাদের বাংলাদেশসহ পৃথিবীর যে সকল সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূল (সা.) এর সুন্নাহ। তাই বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি সবাইকে ইসলাম ও রাসুল (সা) এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহবান জানান।
সীরাত পাঠ প্রতিযোগীতা ২০১৯ইং এর বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ পুরস্কার প্রদান করা হয়। “ক” গ্রুপের (সদস্য) বিজয়ীরা হলেন ১ম স্থান- মাহবুব মুকুল (সাহিত্য সংস্কৃতি), ২য় স্থান- ছামিউর রহমান (খিলগাঁও পূর্ব), ৩য় স্থান- মামুনুর রশিদ (হাজারীবাগ উত্তর), ৪র্থ স্থান- মুকুল হোসেন (হাজারীবাগ উত্তর), ৫ম স্থান- শাহ আলম (হাজারীবাগ উত্তর)। “খ” গ্রুপের (কর্মী) বিজয়ীরা হলেন ১ম স্থান- তানভির আহমেদ (কদমতলী পূর্ব), ২য় স্থান- আবু হানিফ (ধানমন্ডি), ৩য় স্থান- ইমরান হোসেন (পল্টন), ৪র্থ স্থান- মুজাহিদুল ইসলাম (যাত্রাবাড়ী পূর্ব), ৫ম স্থান- বোরহান উদ্দিন (কদমতলী পূর্ব), ৬ষ্ঠ স্থান- মুহিবুল্লাহ (মুগদা দক্ষিণ)। বিশেষ পুরস্কার হিসেবে আরও ০৫জন সদস্য ও ০৫ জন কর্মীকে নগদ অর্থ সহ উপহার সামগ্রী প্রদান করা হয়। সিরাত পাঠ প্রতিযোগিতায় সর্বোচ্চ উপস্থিতির জন্য ১ম হাজারীবাগ উত্তর, ২য় কলাবাগান, ৩য় গেন্ডারিয়া, ৪র্থ ডেমরা দক্ষিণ, ৫ম খিলগাঁও পূর্ব এবং গণসংযোগ পক্ষ ২০১৯-এ বিশেষ অবদানের জন্য ১ম নিউ মার্কেট, ২য় কোতয়ালী, ৩য় কলাবাগান, ৪র্থ শ্যামপুর, ৫ম খিলগাঁও পশ্চিম থানা সমুহকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।