গতকাল ১৮-০৩-২৫ তারিখ জোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য জনাব ড. মোবারক হোসেন।

থানা সেক্রেটারি কামরুল হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, সবুজবাগ দক্ষিণ থানার আমীর জনাব মাওলানা আব্দুল বারী।
অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।