বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিঝিল দক্ষিণ থানার আইসিটি ওয়ার্ডের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে সোমবার (২৪ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আইসিটি ওয়ার্ড সভাপতি মো. নুরুস সালাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ ও মতিঝিল দক্ষিণ থানা সেক্রেটারী মো. ইমাম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।