বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মুগদা থানা জামায়াতের পরিকল্পনা ওরিয়েন্টেশন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুগদা থানা দক্ষিণ ও পূর্ব আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মুগদা থানা পূর্ব আমীর মো. ইসহাক এর সভাপতিত্বে পরিকল্পনা ওরিয়েন্টেশন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও মুগদা থানা দক্ষিণ আমীর মো. কামাল উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ সফিউল্লাহ, সেলিম হোসেন প্রমুখ।