শনিবার রাতে রাজধানীর মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।
থানা আমির মুহাম্মদ মুতাছিম বিল্লাহর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মহানগরী সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরী মজলিসের শুরা সদস্য এস এম শামসুল বারী, সরোয়ার হোসেন প্রমুখ।