বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে সাহরি ও ইফতার ফুড প্যাকেট উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। হাজারীবাগ পার্ক, হাজারীবাগ বাজার ও মহিলা বিভাগের মাধ্যমে মোট ৪২০ টি পরিবারের মাঝে এ উপহার পৌঁছানো হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা ১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জসীম উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানার শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং হাজারীবাগ ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার আবদুল হাকিম খান।